প্রকাশিত: Tue, Jan 16, 2024 9:40 AM আপডেট: Tue, Jan 27, 2026 2:24 AM
[১]আওয়ামী লীগের ক্ষমতায় আসা দরকার ছিলো: প্রধানমন্ত্রী [২]জয়-পরাজয় ভুলে গিয়ে পরষ্পরকে দোষারোপ বন্ধ করুন
সালেহ্ বিপ্লব: [২] আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র ছিলো। চক্রান্ত ছিলো। সেসব মোকাবেলা করে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
[৩] তিনি বলেন, আমাদের দল বড় দল। অনেকেই নির্বাচন করতে চান, অনেকেই নির্বাচন করার যোগ্যতা রাখেন। তাই আমরা এবার নির্বাচন উন্মুক্ত করে দিয়েছিলাম, যাতে আগ্রহী সবাই অংশ নিতে পারে।
[৩.১] তিনি বলেন, নির্বাচন হয়ে গেছে। এখন জয়পরাজয় মেনে নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একের অপরকে দোষারোপ করা বন্ধ করতে হবে। তা না হলে দল ক্ষতিগ্রস্ত হবে। বিরোধী পক্ষ সুযোগ নেবে।
[৪] প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখলকারীরা ছিলো খুনিদের পৃষ্ঠপোষক। তারা বঙ্গবন্ধুর খুুিনদের দূতাবাসে চাকরি দিয়ে বিদেশে পাঠিয়েছিলো। অনেক দেশ এই খুনিদের রিসিভ করতে চায়নি। এভাবে সে সময় বিশে^র বুকে বাংলাদেশ দুর্ভিক্ষ ও খুনির দেশ হিসেবে পরিচিত হয়। ভিক্ষুকের দেশ হিসেবে পরিচিত হয়। সেই জায়গা থেকে আমরা বাংলাদেশকে আজ উন্নয়নশীল দেশে উন্নীত করেছি। এখন বিশে^র বুকে আমাদের পরিচয় রোল মডেল হিসেবে।
[৫] শেখ হাসিনা বলেন, দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগের ক্ষমতায় আসা দরকার ছিলো। কারণ এটা প্রমাণ হয়েছে যে, আর কেউ ক্ষমতায় এেেল দেশে উন্নয়ন থেমে যায়, লুটপাট হয়।
[৬] সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও সহযোগী সংগঠনের যৌথ সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
[৭] তিনি বলেন, আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী রাজনৈতিক দল থাকায় আমরা জনগণের সমর্থন, আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছি। এবারের নির্বাচনে সে বাস্তবতার ব্যাপক প্রতিফলন ঘটেছে।
[৮] তিনি বলেন, আজকে আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী সংগঠন আমার সাথে আছে বলেই জনগণের আওয়ামী লীগের প্রতি যে সমর্থন, বিশ্বাস ও আস্থা রয়েছে এবারকার নির্বাচনে তার ব্যাপক প্রতিফলন ঘটেছে। কারণ, একজন সাধারণ মানুষ তারা কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করে। অন্য কারো ওপর তাদের সেই বিশ্বাস ও আস্থা নাই। কাজেই তাদের যে আকাক্সক্ষা, সেটা আমাদের পূরণ করতে হবে।
[৯] শেখ হাসিনা বলেন, সাধারণ মানুুষেরা-ওই যে খেটে খাওয়া মানুষ গরিব কৃষক, খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালার থেকে শুরু করে দিন মজুর তাদের ভাগ্য কিভাবে পরিবর্তন করব, তাদের জীবন মান কিভাবে উন্নত করব-সেটাই আমাদের মাথায় সবসময় রাখতে হবে।
[১০] তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সেটাই শিখিয়েছেন। আর সেভাবেই আমাদের চলতে হবে।
[১১] আওয়ামী লীগ সভাপতি বলেন, অগ্নি সন্ত্রাসী ও জঙ্গিবাদী গোষ্ঠী যারা রেলগাড়িতে আগুন দিয়ে মা ও সন্তান শিশুকে পুড়িয়ে মারে, বাসে আগুন দিয়ে মানুষ মারে, রেলের ফিসপ্লেট খুলে রেল ফেলে দিয়ে মানুষ হত্যার জন্য ফাঁদ পাতে তাদের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তাদের মিথ্যাচার এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি নষ্ট করে। যারা নির্বাচন বানচাল করতে চায় অর্থাৎ তারা গণতান্ত্রিক পরিবেশেই চায় না, গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না, তারা দেশের শত্রু, জনগণের শত্রু। তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে। এদের কথা ছেড়ে দিয়ে আমাদের দেশের জন্য কাজ করতে হবে।
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট